শনিবার, ১২ এপ্রিল, ২০১৪

সালাতে একাগ্রতা অর্জনের গুরুত্ব ও উপায় !!!


রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-




ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হ’ল সালাত। সর্বাবস্থায় আল্লাহর স্মরণকে হৃদয়ে সঞ্চারিত রাখার প্রক্রিয়া হিসাবে আল্লাহ তাঁর বান্দাদের জন্য প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত ফরয করেছেন। আল্লাহ বলেন,‘আর তুমি সালাত কায়েম কর আমাকে স্মরণ করার জন্য’।   (ত্বোয়া-হা ২০/১৪)

বুধবার, ২ এপ্রিল, ২০১৪

যুলুমের ভয়াবহ পরিণাম ও বাঁচার উপায় -------------

রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-


যুলম শব্দটি আরবী। বাংলায় এর অর্থ অত্যাচার করা, অবিচার করা, নির্যাতন করা বা সীমা অতিক্রম করা। অন্যায়ভাবে কারো সম্পদ দখল করা, কারো চরিত্র হনন করা, কারো অধিকার থেকে বঞ্চিত করা, কাউকে অন্যায়ভাবে গ্রেফতার করা, মিথ্যা সাক্ষ্য প্রমাণ করার ব্যবস্থা করা, মিথ্যা মামলা দেয়া, কাউকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা, কারো জমি দখল করা, অন্যায়ভাবে চাকরীচ্যুত করাসহ ইত্যাদি কাজ যুলুমের অন্তর্ভুক্ত।
Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf