রবিবার, ২৩ আগস্ট, ২০১৫

মু’মিনের শত্রু-মিত্র কারা এবং বন্ধুত্ব-ভালোবাসা ও শত্রুতা-ঘৃণা কাদের জন্য???

আলহামদুলিল্লাহ্! 
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের, যিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়, যিনি মহাক্ষমাশীল বিচার দিনের মালিক,
একজন মুমিনের ঈমান প্রকাশ পায় আল্লাহ্’র বন্ধুদের সাথে তার বন্ধুত্ব এবং আল্লাহ্’র দুশমনদের সাথে তার দুশমনী পোষণ করার ধরন হতে। কিন্তু বিষয়টি সম্পর্কে মুসলিম উম্মাহর উদাসীনতা এতটাই প্রকট যে, বর্তমানে তারা আল্লাহ্’র দুশমনদের সাথে এমনভাবে সম্পর্ক রাখছে যার ফলশ্রুতিতে তারা তাদের প্রকৃত ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতিকে ভুলে বিজাতিদের সাথে একাকার হয়ে যাচ্ছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০১৫

বাংলাদেশ বেতার- মেজর ডালিম বলছি, “স্বৈরাচার শেখ মুজিবকে হত্যা করা হইয়াছে।”

ফ্লাশ ব্যাক টু ১৯৭৫: 
~~~বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত~~~

গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং দেশবাসীকে শ্বাসরূদ্ধকর পরিবেশ থেকে মুক্তি দেবার জন্য সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয়। বাকশাল কায়েমের ফলে দেশ এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর সব কয়টাই তখন নিষিদ্ধ এবং রাজনৈতিক তৎপরতাকে বলপূর্বক আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছিল বাকশাল সরকার।

আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের নতুন পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে লাগলাম। জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম, একদলীয় নিষ্পেষনের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে অবিলম্বে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতন্ত্রিক এবং মানবিক অধিকার। বাকশালের শিকড় বাংলার মাটিতে প্রথিত হবার আগেই উপড়ে ফেলতে হবে। একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের সে সমস্ত দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম। স্বৈরশাসনের ষ্টিমরোলারের পেষণে তাদের আরো দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন। এ ক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোন বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়।
Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf