শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫

রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ



রোগমুক্তি কামনায় ও ঝাড়-ফুঁকে ব্যবহৃত কিছু দু‘আ

وَيَشْفِ صُدُورَ قَوْمٍ مُؤْمِنِينَ
ওয়া ইয়াশ্‌ ফি সুদুরা ক্বাওমিম্ মু’মেনী-ন্
তিনি (আল্লাহ) মুমিন লোকদের অন্তরসমূহ নিরাময় করেন। তওবা, ৯/১৪

قُلْ هُوَ لِلَّذِينَ آمَنُوا هُدًى وَشِفَاءٌ
কুল্ হুওয়া লিল্লাযি-না আ-মানু- হুদাও ওয়াশিফা---উ
বলুন, এতে (কুরআনে) যারা ঈমান আনে তাদের জন্য হেদায়েত ও আরোগ্যতা। ফুসসিলাত, ৪১/৪৪

وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ
ওয়া নুনায্‌ যিলু মিনাল্ কুরআ-নি মা হুওয়া শিফা---উ- ওয়া রাহমাতুল্ লিল্ মু’মিনী-ন্
আমি এই কুরআন নাযিল করেছি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত। আল-ইস্‌রা, ১৭/৮২

>>> রোগমুক্তি কামনায় আইউব আলাইহিস্ সালাম দু করেছিলেন
أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ
আন্নি মাস্ সানিইয়াদ্ব্ দ্বুর্‌রু ওয়া আন্‌তা আর্ হামুর্ রা-হিমি--ন্
নিশ্চয় আমাকে দুঃখকষ্টে (অসুখে) ধরেছে আর আপনি হলেন দয়াবানদের সর্বশ্রেষ্ঠ দয়াবান। আল-আম্বিয়া, ২১/৮৩

أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ
আন্নি মাস্ সানিইয়াশ্ শায়ত্বো-নু বিনুস্ বিন্ ওয়া আযা---ব
নিশ্চয় শয়তান আমাকে কষ্ট ও আযাবে ফেলেছে। সোয়াদ, ৩৮/৪১

>>> রোগমুক্তি কামনায় সহীহ হাদীস হতে কিছু দু‘আ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، أَذْهِبِ الْبَأْسَ، وَاشْفِ أَنْتَ الشَّافِي، لاَ شِفَاءَ إِلاَّ شِفَاؤُكَ، شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا
আল্লা-হুম্মা রাব্বান্না-স্, আয্ হিবিল্ বা’স্, ওয়াশ্ ফি আন্ তাশ্ শা-ফি-, লা- শিফা---আ ইল্লা-শিফা-উকা, শিফা---আন্ লা ইউগা-দিরু সাক্কামা       
হে আল্লাহ! মানুষের রব, কষ্ট দুর করে দাও, রোগ নিরাময় করে দাও, তুমি আরোগ্য দানকারী, কোন আরোগ্যকারী নেই তোমার আরোগ্য ব্যথীত, তুমি এমন আরোগ্য দান করো যাতে কোন রোগ অবশিষ্ট না থাকে। (সহীহুল বুখারী ও সহীহ মুসসিম)

أَسْأَلُ اللَّهَ الْعَظِيمَ، رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ 
আস্আলুল্‌ লা-হাল্ আযী-ম্, রাব্বাল্ ‘আরশিল্ আযি-ম্, আইয়াশ্ ‌ফিয়াকা
(নিজের রোগমুক্তির জন্য হলে আইয়াশ্ ‌ফিয়াকা না বলে আইয়াশ্ ‌ফিয়ানি বলতে হবে)
সুবিশাল আরশের রব মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি, তিনি যেন তোমাকে আরোগ্য দান করেন। (আবূ দাউদ, আত-তিরমিযী)

أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
আউ-যু বি কালিমা-তিল্ লা-হিত্ তাম্মা---তি মিন্ শার্‌ রি মা- খালাক্
আমি আল্লাহর গুনাবলীপূর্ণ্ বাক্য দ্বারা তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। (সহীহ মুসসিম)

>>> রোগমুক্তি কামনায় সকাল, সন্ধ্যার দু‘আ
اللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ اللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ اللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصْرِيْ لا إِلَهَ إِلا أَنْتَ اللَّهُمَّ  إِنِّيْ أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِوَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لا إِلَهَ إِلا أَنْت
আল্লা-হুম্মা ‘আ-ফেনি- ফি- বাদানি-, আল্লা-হুম্মা ‘আ-ফেনি- ফি- সাম্‘ই-, আল্লা-হুম্মা ‘আ-ফেনি- ফি- বাসারি-, লা--- ইলাহা ইল্লা আন্তা, আল্লা-হুম্মা ইন্নি- আউ’যুবিকা মিনাল্ কুফ্ রী ওয়াল্ ফাক্ র্, ওয়া আউযুবিকা মিন্ আযাবিল্ কাবর্, লা- ইলাহা ইল্লা আন্ত
হে আল্লাহ! তুমি আমার শরীরে নিরাপত্তা দান কর, হে আল্লাহ! তুমি আমার শ্রবণশক্তিতে নিরাপত্তা দান কর, হে আল্লাহ! তুমি আমার দৃষ্টিশক্তিতে নিরাপত্তা দান কর, তুমি ছাড়া কোন (সত্য) ইলাহ নাই। হে আল্লাহ! আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরী ও দারিদ্রতা থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি ক্ববরের শাস্তি থেকে, তুমি ছাড়া কোন (সত্য) ইলাহ নাই। (আবূ দাউদ)

بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ
বিস্ মিল্লা- হিল্লাযি লা- ইয়াদ্বুর্ রু মা‘  আস্ মিহি শাইউন্ ফিল্ আর্ দি ওয়া লা- ফিস্ সামা---ই ওয়া হুওয়াস্ সামি-‘উল্ আলি-ম্
মহান আল্লাহর নামে যার নামের সাথে আকাশ ও যমীনে কোন কিছু ক্ষতি করতে পারে না, আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। (আবূ দাউদ, আত-তিরমিযী, ইবনে মাজাহ, আহমদ)




কোন মন্তব্য নেই:

Comment here />

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf