***বন্ধুত্ব গড়ার ও ধরে রাখার ১২ টি টিপস***
১. শুধুমাত্র আপনি যদি চান তাহলেই প্রকৃতি আপনাকে অজস্র বন্ধু তৈরির সুযোগ দিবে, না চাইলে একজনও পাবেন না।
২. বন্ধুত্বের মাঝে স্বার্থ নিয়ে বেশী মাথা ঘামাবেন না।
৩. ক্ষমা করতে শিখুন।
৪. নিজেকে অনেক বড় কিছু ভাববেন না, বন্ধুত্বকে বড় কিছু ভাবুন।
৫. প্রথম দেখাকে সিরিয়াসলি নিবেন না, প্রতারিত হতে পারেন।
৬. তারাহুরার কিছু নেই, ভালো বন্ধু পেতে প্রত্যাশার চেয়ে কিছুটা বেশী সময় লাগতেই পারে।
৭. পারিবারিক স্ট্যাটাস বা আত্মীয়রা কেমন সেটা দিয়ে বন্ধুকে বিচার করবেন না, বন্ধুটি কেমন সেটা দেখুন।
৮. নতুন বন্ধুত্ব করবেন কিন্তু পুরনোদের বাদ দিয়ে নয়।
৯. নতুন কারো সাথে দেখা হবার সুযোগ থাকলে মিস করবেন না, কারন সেই মানুষটিই হয়তো আপনার জীবন পালটে দিতে পারে।
১০. কর্মী হলে বন্ধু পাবেন, বস হলে হারাবেন।
১১. বিশ্বাস করতে শিখুন ও অন্যের বিশ্বাসের মর্যাদা রাখুন।
১২. বন্ধুদের কে কবে কতটুকু ব্যাথা দিয়েছিলো তা সবটুকু মনে রাখার দরকার নেই, এ ব্যাপারে স্মৃতি যত তিক্ত হবে, বন্ধু কমে যাবার সম্ভাবনা ততই বাড়বে।
কোন মন্তব্য নেই:
/>