'' শুধু নিজে শিক্ষিত হলে হবেনা, প্রথমে বিবেকটাকে শিক্ষিত করুন।'' '' আপনার সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করুন ''
শনিবার, ২৭ জুলাই, ২০১৩
বদরের যুদ্ধ ও আল্লাহর সাহায্য (১৭ রমজানঃ বদর দিবস)
বদরের যুদ্ধ ও আল্লাহর সাহায্য (১৭ রমজানঃ বদর দিবস)
ইতিহাসে যতগুলো যুদ্ধ মুসলমানদের সাথে বিভিন্ন সম্প্রদায় বা জাতিগোষ্ঠীর মধ্যে কিংবা বিধর্মীদের সাথে সংঘটিত হয়েছে, তার মধ্যে বদরের যুদ্ধ ছিল মুসলমানদের জন্য অত্যধিক গুরুত্বপূর্ণ। কারণ বদরের যুদ্ধের তাৎপর্য ছিল ঐতিহাসিক। বদরের যুদ্ধ ছিল ইতিহাস নির্ধারণকারী একটি যুদ্ধ। যদি বদরের যুদ্ধে মুসলমানগণ পরাজিত হতেন তাহলে দ্বীন ইসলামের ভাগ্যে কী ছিল কিংবা মহান আল্লাহ্ তা’য়ালার নাম ডাকার মতো কোনো লোক এই পৃথিবীতে থাকত কি না তা কেবল সেই মহান সৃষ্টিকর্তা ছাড়া আর কারো জানা ছিল না।
বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩
সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ: গুরুত্ব ও তাৎপর্য
সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ: গুরুত্ব ও তাৎপর্য
মহান আল্লাহ মানুষকে এ পৃথিবীতে খিলাফতের এক সুন্দর দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম ও তার সন্তানাদিকে সর্বপ্রথম এ দায়িত্ব দেয়া হয়। আদম আলাইহিস সালামের সন্তান হাবিলের কুরবানী কবুল হওয়া সম্পর্কে মহান আল্লাহ ঘোষণা করেন:
﴿ إِنَّمَا يَتَقَبَّلُ ٱللَّهُ مِنَ ٱلۡمُتَّقِينَ ٢٧ ﴾ [المائدة: ٢٧]
নিশ্চয় আল্লাহ মুত্তাকীদের নিকট হতেই (সৎকর্ম) কেবল গ্রহণ করেন।[1]
মাযারে প্রচলিত বিদআতসমূহ
মাযারে প্রচলিত বিদআতসমূহ
স্মরণ রেখ, শর্তহীনভাবে, নির্দিষ্ট দিন-মাস ও সময় ব্যতীত দলবদ্ধ না হয়ে কবর যিয়ারত করা পুরুষের জন্য সুন্নত। কারণ, এর মাধ্যমে তার অন্তরে মৃত্যুর স্মরণ সদা জাগ্রত থাকবে। মগ্ন হবে সে পরকাল চিন্তায়। পার্থিবের ব্যাপারে সৃষ্টি হবে নিরাসক্তি ও নৈরাশ্য। এ উদ্দেশ্য ব্যতীত ভিন্ন কোন কারণে কবর জেয়ারতে গমন অবৈধ সর্বৈবে।
তারবীহর নামাজ রাকায়াত সংখ্যা ৮ না ২০?
তারবীহর নামাজ রাকায়াত সংখ্যা ৮ না ২০?
তারাবীহর নামাজ রাকায়াত সংখ্যা ৮ না ২০?
আল্লামা উসাইমীন (রহ:) এর একটি গুরুত্বপূর্ণ গবেষণা
সম্মানিত শাইখ মোহাম্মাদ সালেহ আল উছাইমীন (র:) বলেন: সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রভু আল্লাহ তায়ালার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবার এবং তাঁর সকল সাহাবীর উপর।
অতঃপর আমি তারাবীর নামায বিষয়ে একটি লিফলেট দেখতে পেলাম, যা মুসলমানদের মাঝে বিতরণ করা হচ্ছে। আমি আরও জানতে পারলাম যে, প্রবন্ধটি কতিপয় মসজিদে পাঠ করা হয়েছে। প্রবন্ধ বা লিফলেটটি খুবই মূল্যবান। কেননা লেখক তাতে তারাবীর নামাযে খুশু-খুযু এবং ধীর স্থিরতা অবলম্বনের উপর উৎসাহ দিয়েছেন। আল্লাহ তাকে ভাল কাজের বিনিময়ে ভাল পুরস্কার দান করুন।
ফতোওয়া সিয়াম: রোযা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ৫৬টি প্রশ্নোত্তর
ফতোওয়া সিয়াম: রোযা সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ৫৬টি প্রশ্নোত্তর
(ফতোয়া আরকানুল ইসলাম থেকে)
প্রশ্নঃ (৩৯২) ছিয়াম ফরয হওয়ার হিকমত কি?
উত্তরঃ পবিত্র কুরআনের নিম্ন লিখিত আয়াত পাঠ করলেই আমরা জানতে পারি ছিয়াম ফরয হওয়ার হিকমত কি? আর তা হচ্ছে তাক্বওয়া বা আল্লাহ্ ভীতি অর্জন করা ও আল্লাহ্র ইবাদত করা। আল্লাহ্ বলেন,
জাকাতের গুরুত্ব, ফজিলত ও ব্যয়ের খাতসমূহ
জাকাতের গুরুত্ব, ফজিলত ও ব্যয়ের খাতসমূহ
জাকাতের গুরুত্ব, ফযিলত ও ব্যয়ের খাতসমূহ
জাকাত এর সংজ্ঞা:
জাকাত শব্দের অর্থ শুচিতা ও পবিত্রতা, শুদ্ধি ও বৃদ্ধি।
পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শরিয়ত নির্ধারিত পরিমাণ সম্পদের নির্দিষ্ট অংশ কুরআনে বর্ণিত আট প্রকারের কোন এক প্রকার লোক অথবা প্রত্যেককে দান করে মালিক বানিয়ে দেয়াকে জাকাত বলে।
তাওবার ফজিলত
তাওবার ফজিলত
সদকার গুরুত্ব ও ফযিলত
সদকার গুরুত্ব ও ফযিলত
আল্লাহ তাআলা সব মানুষকে ধনী ও সম্পদশালী বানিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। আসলে বিত্তশালীরা বিত্তহীনদের সাথে কেমন আচরণ করে আল্লাহ তাআলা তা দেখতে চান।
বাস্তবার আলোকে বলতে হয় আজ বিশ্বের মুসলিমরা আল্লাহর কোনো বিধানই যথার্থভাবে পালন করছে না। মুসলিম সমাজ যদি জাকাত, সদকা প্রদানে মহান আল্লাহর নির্দেশ পালন করত তবে সারা বিশ্বের মুসলিম সমাজ আজকের মত দারিদ্র্যের যাতাকলে পিষ্ট হত না।
কুরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধারণ সফটওয়্যার।
কুরআনে শব্দ খোঁজার জন্য ব্যবহার করুন “জিকর” নামে অসাধারণ সফটওয়্যার।
কুরআনে কোন কথাটি রয়েছে, কোনটি নেই, কোন আয়াত কত নং সূরার, তা একজন কুরআন বিশ্লেষক মুমীনের জানা খুব জরুরী। আজ আপনাদের পরিচয় করিয়ে দেব “জিকর” নামের একটি সফটওয়্যারের সাথে যেটি নিমিষেই জানিয়ে দেবে আপনার কাঙ্খিত শব্দটি। সফটওয়্যারটিতে বাংলায় সার্চ করার সুযোগ রয়েছে।
টিউটোরিয়াল
ইসলামে নারীর যৌন অধিকার
ইসলামে নারীর যৌন অধিকার
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
[লেখাটিতে আমরা যা জানবো-
ইসলামের দৃষ্টিতে নারী কি পুরুষের উপভোগের যৌন মেশিন?
ইসলামে কি পুরুষকে স্ত্রীর ওপর যথেচ্ছ যৌনাচারের ফ্রি লাইসেন্স দেওয়া হয়েছে?
স্ত্রীরা তোমাদের শস্যক্ষেত্র – কেন এই আয়াত?
ইসলামে কি নারীদের যৌন চাহিদার কোন স্বীকৃতি নেই?
ইসলামে কি যৌন অধিকার একতরফাভাবে পুরুষকে দেওয়া হয়েছে?]
রমজান বিষয়ক ফতোয়া
রমজান বিষয়ক ফতোয়া
রমজান বিষয়ক ফতোয়া
ফতোয়া (১)
সিয়াম কেন ফরজ হল ?
প্রশ্ন : কেন আল্লাহ তাআলা সিয়ামের বিধান দিলেন? সিয়াম ফরজ করার হিকমত বা উদ্দেশ্য কি?
জওয়াব : সিয়াম বা রোজা ফরজ করার বিভিন্ন কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটি নিম্নে আলোচনা করা হল:
(১)তাকওয়া প্রতিষ্ঠা :
সোমবার, ২২ জুলাই, ২০১৩
ভালবাসার পৃথিবী অন্ধকারকে মন্দ বলার পরিবর্তে চেরাগ ঠিক করার চেষ্টা কর......
“তোমার মলিন মুখকে মৃদু হাসি দ্বারা, ক্রোধকে ধৈর্য দ্বারা এবং কৃপনতাকে দানশীলতা দ্বারা পরিবর্তন করবে…!!
এটি কোন কঠিনসাধ্য কাজ নয়…! তবে এত দৃঢ় প্রতিজ্ঞা ও অনুশীলন অপরিহার্য..! সুতরাং তুমি বীরের ভুমিকায় আত্মপ্রকাশ কর…! “
অভিজ্ঞতা উপভোগ কর
এটি কোন কঠিনসাধ্য কাজ নয়…! তবে এত দৃঢ় প্রতিজ্ঞা ও অনুশীলন অপরিহার্য..! সুতরাং তুমি বীরের ভুমিকায় আত্মপ্রকাশ কর…! “
অভিজ্ঞতা উপভোগ কর
ধর্মনিরপেক্ষতার রাজনীতি ও দ্বন্দ্ব !!!
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের আগে, এমনকি ১৯৭১ সালে যুদ্ধ চলাকালীন সময়েও ‘ধর্মনিরপেক্ষতা’ বা ‘সেক্যুলারিজম’ আমাদের স্বাধীনতার পেছনের একটি মূল কারণ বলে কোথাও উল্লেখ করা হয়নি কিংবা শোনাও যায়নি। তাছাড়া, ১৯৭১ সালের ১০ এপ্রিল ঘোষিত ‘স্বাধীনতার ঘোষণাপত্র’-এর পুনর্বিবরণেও ধর্মনিরপেক্ষতার কোনো উল্লেখ নেই। স্বাধীনতার ঘোষণাপত্রে বলা হয়—‘বাংলাদেশের জনগণের জন্য সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে বাংলাদেশকে একটি সার্বভৌম গণপ্রজাতন্ত্র ঘোষণা করছি।’
রবিবার, ২১ জুলাই, ২০১৩
জিহাদের প্রত্যেক পর্বেই মুজাহিদীনদের অনেক দায়িত্ব আছে !!
ইন্নাল হামদা লিল্লাহ। ওয়াস সালাতু ওয়াস আলামু আলা রাসুলিল্লাহ।
অনেকেই জিহাদ বলতে খুব সাদা-মাঠাভাবে কিছু মানুষ জড়ো করে, তাদেরকে কিতালের ব্যাপারে তাহরীদ করে, জিহাদের ব্যাপারে কিছু আয়াত-হাদিস মুখস্থ করিয়ে - একসাথে 'কিছু একটা' করা মনে করে থাকেন। আমাদেরকে এই 'কিছু একটা' এর গভীরে যেতে হবে।
বাস্তবে জিহাদ কিভাবে করতে হবে - তা জানতে হবে।
অনেকেই জিহাদ বলতে খুব সাদা-মাঠাভাবে কিছু মানুষ জড়ো করে, তাদেরকে কিতালের ব্যাপারে তাহরীদ করে, জিহাদের ব্যাপারে কিছু আয়াত-হাদিস মুখস্থ করিয়ে - একসাথে 'কিছু একটা' করা মনে করে থাকেন। আমাদেরকে এই 'কিছু একটা' এর গভীরে যেতে হবে।
বাস্তবে জিহাদ কিভাবে করতে হবে - তা জানতে হবে।
মউদুদী সাহেব কোন নবী নন, আমরা তাকে অন্ধ অনুসরণ করি না !!!
আজকাল বিভিন্ন সেমিনার, পত্রিকা ও টিভি চ্যানেলে আর ফেসবুকে বাম, রাম, নাস্তিক এবং কিছু বিভ্রান্ত আলেম ও তাদের অনুসারীরা জামাতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কেউ কেউ আবার বলার চেষ্টা করতেছে ইসলাম ও জামাতে ইসলাম এক জিনিস নয়। এসব অপপ্রচার কিন্তু নতুন কিছু নয়, সেই ১৯৪০ সাল থেকে অর্থাৎ জামাতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকেই শুরু হয়েছে। সময়ের স্রোতের সাথে সাথে তার অনেক কিছুই আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরও যে সব বিভ্রান্তি প্রচার করা হচ্ছে, তার অনেক জবাব বিভিন্ন বইতে, বিভিন্ন ওয়াজ-মাহফিলে ও পত্র-পত্রিকায় দেওয়া হয়েছে। তারপরও সুবিধাবাদী ও ইসলামের শত্রুরা সেই পুরানো ভাঙ্গা রেকর্ড বাজিয়ে বর্তমান নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে। তারা ঐসব জবাবগুলো পড়ে দেখছেনা, কিংবা পড়লেও নিজেদের হৃদয় ও বিবেকের দরজা বন্ধ করে রেখেছে। তারা তাদের উত্তরসূরিদের সেইসব ফতোয়া গুলো দিয়েই অপপ্রচার চালাচ্ছে। এই ইন্টারনেটের যুগে সেই কাজটা তারা আরও সহজভাবে করতেছে এবং ক্ষেত্র বিশেষে তারা সাফল্যও পাচ্ছে।
শনিবার, ২০ জুলাই, ২০১৩
জেটে চড়া বৌদ্ধ ভিক্ষু !!!
জেটে চড়া বৌদ্ধ ভিক্ষু
এ মুহূর্তে তিনি লাপাত্তা৷ ইউটিউবে তাঁকে বৈমানিকের চশমা পরে ব্যক্তিগত জেটবিমান থেকে নামতে দেখে সেই যে বিস্ময়ের ঘোর লেগেছিল, এখনো তা কাটেনি৷ থাইল্যান্ডের এই বৌদ্ধ ভিক্ষু সম্পর্কে যত জানা যাচ্ছে, বিস্ময়ের মাত্রা তত বাড়ছে৷
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
রুমানার চোখ যায়নি: জীবন গেছে সাইদের !!!
রুমানার চোখ যায়নি: জীবন গেছে সাইদের
২০১১ সালের মাঝামাঝি সময়ে দেশের গণমাধ্যমে আলোচিত নামটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মঞ্জুরের। তিনি তার স্বামীর হাতে ‘নির্মমভাবে’ নির্যাতিত হয়েছিলেন। স্বামীর আক্রমনে রুমানার দুই চোখ তখন ‘নষ্ট’ হয়ে যায় এবং নাকেরও ব্যাপক ক্ষতি হয়। এ ঘটনার জেরে ‘পাষণ্ড’ স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার হয়ে রিমান্ডে যেতে হয় এবং পুলিশি হেফাজতেই হাসপাতালে তার অস্বাভাবিক ‘রহস্যময়’ মৃত্যু হয়। সেই রহস্যের ধুম্রজাল এখনো কাটেনি।
বুধবার, ১৭ জুলাই, ২০১৩
গোলাম আযম স্যারের নাগরিকত্ব প্রাপ্তি বিষয়ে যে সত্যগুলো সবার জানা প্রয়োজন !!!
গোলাম আযমের নাগরিকত্ব প্রাপ্তি বিষয়ে যে সত্যগুলো সবার জানা প্রয়োজন:
১/ মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ২২ নভেম্বর গোলাম আযম পাকিস্তান চলে যান। ১৯৭৩ সালের ২৮ এপ্রিল এক প্রজ্ঞাপনের মাধ্যমে লন্ডনে অবস্থানরত গোলাম আযমসহ মোট ৩৮ জন বাংলাদেশ বিরোধী কিন্তু জন্মগতভাবে বংলাদেশী হবার যোগ্য লোককে নাগরিকত্ব পাবার জন্য অযোগ্য ঘোষনা করা হয়।
মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৩
যে কারণে আসামি হচ্ছেন না আল্লামা শফী
যে কারণে আসামি হচ্ছেন না আল্লামা শফী
তিনটি কারণে সহিংসতার মামলায় আসামি হননি অবরোধ আহ্বানকারী হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী। কওমি মাদ্রাসার লাখ লাখ শিক্ষক-শিক্ষার্থী নিয়ন্ত্রণ, আন্দোলন-কর্মসূচি স্থগিত এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নেতাদের আন্তঃকোন্দল তৈরির কৌশল মাথায় রেখেই তাকে মামলার বাইরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিভিন্ন সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরে !!!
সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরে
সম্প্রতি হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর একটি ওয়াজের ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে। হেফাজতের আমির তার বক্তব্যে নারীদের তেঁতুলের সাথে তুলনা করে বলেন, ‘তেঁতুল দেখলে মানুষের যেমন জিভে জল আসে তেমনি নারীদের দেখলে ‘দিলের মইধ্যে লালা বাইর হয়’। তবে সুন্দরী নারী দেখে পুরুষের মুখগহ্বর ভিজে উঠে- বৈজ্ঞানিক বিশ্লেষণেও এর সত্যতা মিলেছে। সম্প্রতি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণার পর বলেছেন, ‘সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরবেই।’
দুই কারণে তালাক বাড়ছে !!!
দুই কারণে তালাক বাড়ছে !!!
স্বামী-স্ত্রীর পরকীয়া অথবা আভিজাত্যের অহঙ্কারে ভেঙে যাচ্ছে রাজধানীর বহু সাজানো ঘর, জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাচ্ছে সুখের সংসার। ইন্টারনেট, ফেসবুক মোবাইল ফোনসহ যাবতীয় তথ্য-প্রযুক্তির ব্যবহার এ ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখছে। উদ্বুদ্ধ করছে প্রতিবেশী দেশের বিভিন্ন হিন্দি সিরিয়াল, নাটক এবং নানা দেশীয় পর্নোগ্রাফি।
বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৩
হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ???
হার্ট এটাক থেকে কিভাবে বাঁচবেন ? ? ? ?
(পোস্টটি পড়ুন, বাঁচতে... পারে একটি জীবন)
মনে করুন, সন্ধ্যা ছয়টার সময় একা একা বাড়িতে বসে আছেন। বাসার মানুষেরা অন্য কামরাতে বসে টিভি দেখছে। হঠাৎ করে আপনার বুকে প্রচণ্ড ব্যথা শুরু হলো এবং সেই ব্যথা যেন আস্তে আস্তে করে আপনার নিচের চোয়ালের দিকে হেঁচড়ে আসা শুরু করলো! আপনার কাছাকাছি কেউ নেই। আপনি বুঝতে পারছেন, আপনার হৃদপিণ্ডে ক্রিয়া বন্ধ হবার উপক্রম হয়েছে। এখন আপনি কি করবেন???
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩
শুক্রবার, ৫ জুলাই, ২০১৩
কাউকে বন্ধু বা শত্রু হিসাবে গ্রহণ করার মূলনীতি কী?
কাউকে বন্ধু বা শত্রু হিসাবে গ্রহণ করার মূলনীতি কী?
বন্ধুত্ব তৈরী মানুষের স্বভাবজাত প্রবণতা। তাই বন্ধুত্বের ব্যাপারে ইসলামে যথেষ্ট গুরুত্ব এসেছে। বন্ধু তো বানাতে হবে তাই বলে তো যাকে তাকে বন্ধু বানানো যায় না। কারণ, জীবনে বন্ধুর প্রভাব পড়ে। একজন ভাল বন্ধু একজন খারাপ মানুষকে ভাল বানাতে সাহায্য করতে পারে পক্ষান্তরে খারাপ বন্ধু একজন ভাল মানুষকে নিয়ে যেতে পারে অধ:পতনের অতল তলে। তাহলে বন্ধুত তৈরীর আগে অবশ্যই যাচাই-বাছাই করা আবশ্যক।
সুপ্রিয় সাথী, আমাদের এমন লোককেই বন্ধু বানানো উটিত যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালবাসেন। যিতি সততা ও নীতির প্রশ্নে অটুট। যিনি আপনাকে ভাল কাজে সাহায্য করতে পারবেন। পক্ষান্তরে এমন মানুষকে মনে প্রাণে বন্ধু হিসেবে গ্রহণ করা উটিত নয়, যে আল্লাহ ও তার রাসূলের সাথে দুশমনী মনোভাব পোষণ করে এবং সততা ও চরিত্রের প্রশ্নে উত্তীর্ণ নয়।
সুপ্রিয় সাথী, আমাদের এমন লোককেই বন্ধু বানানো উটিত যিনি আল্লাহ ও তার রাসূলকে ভালবাসেন। যিতি সততা ও নীতির প্রশ্নে অটুট। যিনি আপনাকে ভাল কাজে সাহায্য করতে পারবেন। পক্ষান্তরে এমন মানুষকে মনে প্রাণে বন্ধু হিসেবে গ্রহণ করা উটিত নয়, যে আল্লাহ ও তার রাসূলের সাথে দুশমনী মনোভাব পোষণ করে এবং সততা ও চরিত্রের প্রশ্নে উত্তীর্ণ নয়।
বন্ধু ও বন্ধুত্ব ???
বন্ধু ও বন্ধুত্ব ???
আল্ হামদুলিল্লাহ, ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু ‘আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ:
মানবকুল সামাজিক, তাই তারা সমাজের সদস্যদের সাথে বসবাস করে, উঠা-বসা করে, লেন-দেন করে এবং বন্ধুত্ব করে। এসব অধিকাংশ ক্ষেত্রে স্বভাবগতভাবেই সংঘটিত হয়। তবে বন্ধু নির্বাচন ও বন্ধুত্ব করনের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই পয়েন্ট থেকে অনেকের জীবন ভাল কিংবা মন্দের দিকে মোড় নেয়। কেউ সত্যিই বলেছেনঃ ‘সৎ সঙ্গ তোমাকে সৎ বানায় আর অসৎ সঙ্গ তোমাকে অসৎ করে তোলে। পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার ইসলামে, এ বিষয়ও রয়েছে কিছু উপদেশ কিছু গাইড লাইন। আমরা এই স্থানে তারই কিছুটা বর্ণনা করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ।
সহীহ হাদীসের আলোকে কুরআনের কয়েকটি বিশেষ সূরা ও আয়াতের ফযীলত !
সহীহ হাদীসের আলোকে কুরআনের কয়েকটি বিশেষ সূরা ও আয়াতের ফযীলত !
বাজারে প্রচলিত বিদ’আত ও ভুলে ভরা বই এ আমরা কুরআনের প্রত্যেকটি সূরার কোন না কোন ফজীলতের কথা পড়েছি। অথচ এগুলো অনেকাংশেই দুর্বল ও জাল হাদিসের উপর ভিত্তি করে লেখা। এখানে কুরআনের যেসব সূরা ও আয়াতের কথা সহীহ হাদিসে বিশেষ গুরুত্বের সাথে উল্লেখিত হয়েছে, সে হাদিসগুলো একত্রে উপস্থাপন করা হল।
সোমবার, ১ জুলাই, ২০১৩
★ মাসয়ালা মাসায়েল : রমযান ও কবীরা গুনাহ ★ রমযান মাসের ৩০ আমল !!!
★মাসয়ালা মাসায়েল : রমযান ও কবীরা গুনাহ★ রমযান মাসের ৩০ আমল !!!
★মাসয়ালা মাসায়েল : রমযান ও কবীরা গুনাহ★
পর্ব ১:
সময়ের ব্যবধানে বছর ঘুরে আবারও মানব জাতির সামনে উপস্থিত পবিত্রময় মাস রমযান। রমযান মাস, এ মাসেই পবিত্র কুরআন নাযিল হয়েছে। রহমাত, মাগফিরাত আর নাযাতের প্রশস্ত দুয়ার খুলে দেওয়া হয় এই পবিত্র মাসে। সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোযা।
পর্ব ১:
সময়ের ব্যবধানে বছর ঘুরে আবারও মানব জাতির সামনে উপস্থিত পবিত্রময় মাস রমযান। রমযান মাস, এ মাসেই পবিত্র কুরআন নাযিল হয়েছে। রহমাত, মাগফিরাত আর নাযাতের প্রশস্ত দুয়ার খুলে দেওয়া হয় এই পবিত্র মাসে। সুবহে সাদিক থেকে সূর্য ডোবা পর্যন্ত যাবতীয় পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকার নামই হচ্ছে সাওম বা রোযা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)