শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

“রেশমা নাটক” মিররে প্রকাশ হবার পর শাহবাগীরা খুব সেনাবাহিনী প্রীতি দেখানো শুরু করেছে, বলছে, সেনাবাহিনী ধ্বংসের জন্য এটা নাকি বিএনপি জামায়াতের চক্রান্ত ।


“রেশমা নাটক” মিররে প্রকাশ হবার পর শাহবাগীরা খুব সেনাবাহিনী প্রীতি দেখানো শুরু করেছে,
বলছে, সেনাবাহিনী ধ্বংসের জন্য এটা নাকি বিএনপি জামায়াতের চক্রান্ত ।
তবে, সেনাবাহিনী ধ্বংসের ষড়যন্ত্র আসলে কারা করছে দেখুন, প্রমানসহ...।


দেখুন জার্মানীর বনে ডয়চে ভেলেকে দেওয়া সাক্ষাৎকারে কি বলছেন আপনার আমার পরিচিত, বিশিষ্ঠ ব্যক্তিত্ব, শাহবাগের প্রবীন এক্টিভিস্ট (শাহবাগ বিরানী আন্দোলন চলাকালে তিনিই টুইটারে তা বিশ্বব্যপী প্রচারের অন্যতম দায়িত্বে ছিলেন) এবং দৃকের প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম....

বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়োজনীয়তা এবং তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দৃকের প্রতিষ্ঠাতা ড. শহীদুল আলম৷ ২ সপ্তাহ আগে জার্মানি সফরকালে ডয়চে ভেলেকে তিনি বলেন.......
“বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র কাজ ‘শোষণ করা’, পার্বত্য চট্টগ্রামে কল্পনা চাকমা অপহরনসহ সকল অপকর্মের জন্য দায়ী সেনাবাহিনী, আমাদের সামরিক বাহিনীর প্রয়োজন আছে কিনা সেটাই আমি প্রথমে প্রশ্ন করি৷ ৪৩ বছর ধরে আমরা যে সামরিক বাহিনীকে লালন করছি, তারা কিন্তু দেশরক্ষায় একবারও নিয়োজিত হয়নি৷ আমাদের শান্তি আছে, সেটা ভালো৷ তবে বিশাল অংক এদের পেছনে ব্যয় করা হচ্ছে৷ যেটা শিক্ষায় যেতে পারতো, স্বাস্থ্যে যেতে পারতো, অন্যান্য খাতে যেতে পারতো৷”

ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরাম সম্মেলনে অংশ নিতে গত ১৭ থেকে ১৯ জুন বন শহরে অবস্থান করেন ড. শহীদুল আলম। এসময় তিনি এই সাক্ষাৎকারটি প্রদান করেন। তিনি আরো বলেন,
“কোনো সরকারই সামরিক বাহিনীর বিতর্কিত কর্মকাণ্ডের ব্যপারে কাজ করতে আগ্রহী নয়।”

দেশপ্রেমিক ভাই ও বোনেরা আসুন আমাদের সেনাবাহিনীকে রক্ষায়, এসব ভারত-ইহুদী গং-এর দালালদের প্রতিহত করি না হয় ঘৃনা করি... এখন থেকেই ।

নিউজ লিঙ্কঃ http://www.dw.de/বাংলাদেশ-সেনাবাহিনীর-একমাত্র-কাজ-শোষণ-করা/a-16909575


কোন মন্তব্য নেই:

Comment here />

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf