বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৩

লজ্জার কিছু নেই, ভয় নেই আমরা হাজারও শত্রুকে ভাই হিসেবে বরণ করে নিয়েছি!

আজকের তোমরা যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে পৃথিবীর সামান্য যশ-খ্যতির লোভে ইসলামের শত্রুতায় আদাজল খেয়ে নেমেছো তাদের বলছি। পৃথিবীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তুমি যদি এখনও বুঝতে ব্যর্থ হও যে...


লজ্জার কিছু নেই, ভয় নেই আমরা হাজারও শত্রুকে ভাই হিসেবে বরণ করে নিয়েছি!

এক সময়ে ইসলামের ভয়ঙ্কর শত্রু আমর ইবনুল আস বলেছিলেন, সকল মানুষও যদি ইসলাম গ্রহন করে নেয়, আর পৃথিবীতে যদি মাত্র একজন মানুষ ইসলাম গ্রহণ থেকে বিরত থাকে, তাহলে আমি হবো সেই জন।



তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষন একজন মানুষ। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে ইসলামের আশু জয় আঁচ করতে পেরে তিনি আদর্শিক নয় বরং একটি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। তিনি বললেন, ‘আমি দূর কোনো দেশে চলে যাবো, যদি ইসলাম বিজয়ী হয় তবে আমি শত্রুতা পরিত্যাগ করার অজুহাতে বেচে যাবো, আর যদি আমার দলের লোকেরা বিজয়ী হয় তবে তারা তো জানেই আমি কে’।

তিনি তাঁর বন্ধু আবিসিনিয়ার প্রেসিডেন্ট নাজ্জাসির কাছে চলে গেলেন। সেখানে গিয়ে তাঁর দরবারে মুহাম্মাদ (সা.) এর দূত আমর বিন উমাইয়া আদ দামরীকে দেখতে পেয়ে শত্রুতার পুরাতন রোগ আবার মাথা চাঁড়া দিয়ে উঠলো। তিনি নাজ্জাসীকে বললেন, একে আমাদের হাতে তুলে দিন, আমরা একে হত্যা করবো, এরা আমাদের নেতাদেরকে হত্যা করেছে।

নাজ্জাসী তাকে কষে এক চড় মেরে বললেন, ‘আমি কি তাঁর দূতকে তোমাদের হাতে তুলে দিবো যার কাছে নামুস আল আকবার (জিবরীল ফেরেশতা) অবতীর্ণ হয়?’

নাজ্জাসির এক চড় কোরামিনের মতো কাজ করলো। আমরের ইসলামোফোবিয়া রোগ হঠাতই যেন একেবারে ভালো হয়ে গেলো। তিনি ইসলাম গ্রহণ করলেন। যার হাত অসংখ্য মুসলমানের রক্তে রঞ্জিত মুসলমানরা তাঁকে রক্তের আপন ভাইয়ের চেয়েও আপন করে নিলেন; কেউ কোনো আপত্তি তুলেছেন এমন কোনো ইতিহাস নেই। এমন অসংখ্য নজীর কেবল আমাদের ইতিহাসেই আছে, হ্যাঁ, কেবলই আমাদের ইতিহাসে, আর কারও নেই। ইসলামের দরজা তাই তোমাদের জন্যও উম্মুক্ত।

আজকের তোমরা যারা আল্লাহর খেয়ে আল্লাহর পরে পৃথিবীর সামান্য যশ-খ্যতির লোভে ইসলামের শত্রুতায় আদাজল খেয়ে নেমেছো তাদের বলছি। পৃথিবীর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তুমি যদি এখনও বুঝতে ব্যর্থ হও যে, ‘ইসলাম ইজ জাস্ট অন ইটস ওয়ে’ তাহলে তুমি এই শতাব্দির সব চেয়ে বড় পাঁঠা।

আদর্শিক বিবেচনায় যদি তুমি এখনও ইসলামের প্রতি কনভিন্সড না হও সেটা আমাদের দোষ। কিন্তু তাই বলে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহনে অন্তত ভুল করো না। ইসলামের বিরুদ্ধে তোমার প্রচার প্রোপাগান্ডা বন্ধ করো। অন্যথ্যায়, সেই দিন আর বেশী দূরে নয় যেদিন কা’বার গিলাফ ধরে ঝুলে থাকলেও কুলাঙ্গার ইবনে খাত্তালের মতো তোমার কপালে ক্ষমা জুটবে না। ইহকালও হারাবে, পরকাল তো আগেই হারিয়েছো।



কোন মন্তব্য নেই:

Comment here />

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf