শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৩

১১১) সূরা লাহাব (জ্বলন্ত অংগার) আয়াত সংখাঃ ৫ - ( মক্কায় অবতীর্ণ ),



بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ
01
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, 
 
مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
02
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। 
 
سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ
03
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে 
 
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
04
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, 
 
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
05
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। 

কোন মন্তব্য নেই:

Comment here />

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf