মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

‘’তাবলীগ জামাতে টঙ্গির তুরাগ নদীর তীরে ১০ কোটি মানুষের ঢল নামুক সেটা মেনে নেয়া হবে। তবে মোহাম্মাদ বিন কাশিমের অনুপ্রেরণায় যদি একজন শিবির জামায়াতের কর্মী জন্ম নেয়, সেটা ভারত বা ভারতের দোসর আওয়ামীলীগ বরদাশত করবেনা।

‘’তাবলীগ জামাতে টঙ্গির তুরাগ নদীর তীরে ১০ কোটি মানুষের ঢল নামুক সেটা মেনে নেয়া হবে। তবে মোহাম্মাদ বিন কাশিমের অনুপ্রেরণায় যদি একজন শিবির জামায়াতের কর্মী জন্ম নেয়, সেটা ভারত বা ভারতের দোসর আওয়ামীলীগ বরদাশত করবেনা। 


ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই... 

১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর বাংলাদেশ নামে প্রিয় মাতৃভূমির অভ্যুদয় হয়। নতুন জীবনের জয়গান গাইবার জন্য প্রিয় মাতৃভূমির প্রতিটি মানুষ খুশিতে আত্মহারা হয়েছিল। বাংলাদেশের আপামর জনতা সেদিন উৎফুল্ল হয়েছিল, আমাদের সাথে সাথে আরেকটি দেশও বেজায় উৎফুল্ল হয়েছিল সেদিন! সেই দেশটার নাম আমাদেরই প্রতিবেশী বন্ধু প্রতিম ভারত। সেদিনই ভারতের পার্লামেন্টে তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিজয়ের মুষ্টি উঁচিয়ে ঘোষণা দিয়েছিলেন, ‘হাজার সাল কা বদলা লিয়া’ অর্থাৎ হাজার বছরের প্রতিশোধ নিয়েছি! সামান্য কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ উপরের কথাটি শুনলে, কোন প্রকার ব্যাখ্যা ছাড়াই বুঝতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আমাদের সাথে ভারতীয় জনগোষ্ঠীরও পাওয়ার মত কিছু ছিল।

সংসদে রেহানা আক্তার রানু এমপি'র তথ্য প্রকাশঃ অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান।

সংসদে রেহানা আক্তার রানু এমপি'র তথ্য প্রকাশঃ
অরন্য কুমার চক্রবর্তী ও গৌরীবালা দাসের 
জারজ সন্তান ছিলেন শেখ মুজিবুর রহমান।
২ বছর বয়স পর্যন্ত শেখ মুজিবের নাম ছিলো দেবদাস চক্রবর্তী!



কলকাতা সিভিল কোর্টের উকিল মিঃ চন্ডিদাস। তার এক মেয়ে ছিল যার নাম গৌরিবালা দাস। চন্ডিদাসের সহকারী উকিল মিঃ অরন্য কুমার চক্রবর্তী চন্ডিদাসের কলকাতাস্থ বাসায় নিয়মিত যাতায়াত করতো। এই সুযোগে চন্ডিদাসের মেয়ে গৌরিবালার সাথে অরন্য কুমার চক্রবর্তীর অবৈধ সম্পর্ক গড়ে উঠে। এভাবে চলতে থাকে দিনের পর দিন। তার ফলশ্রুতিতে এরই মধ্যে গৌরিবালা গর্ভবতী হয়ে পড়েন।

সাবধান! গোপনে ছবি উঠছে ওয়েবক্যামে!

সাবধান! গোপনে ছবি উঠছে ওয়েবক্যামে!


আসসালামু আলাইকুম,
সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি। সবাই আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহ্‌র রহমতে ভালোই আছি।আপনাদের সাথে একটা দুঃসংবাদ শেয়ার করব।এটা সতর্ককরণী পোস্ট।


টাইম অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইরাস ছড়িয়ে এবং হ্যাকিংয়ের মাধ্যমে গোপনে ওয়েবক্যামের সাহায্যে নারী ও শিশুদের ছবি তুলছে সাইবার-অপরাধীরা। এ ছাড়া সাইবার ডেটিংয়ের নামে চলছে নানা প্রতারণা।

আমার ফাঁসি চাই !!! যাদের এই বইয়ের পিডিএফ ডাউনলোড লিঙ্ক দরকার যে কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে লওঃ--------

আমার ফাঁসি চাই !!!




যাদের এই বইয়ের পিডিএফ ডাউনলোড লিঙ্ক দরকার যে কোন লিঙ্ক থেকে ডাউনলোড করে লওঃ

1. https://docs.google.com/file/d/0B2KM6jHFGS5-cnA1eHFUU09JQVE/edit?usp=sharing

রবিবার, ২৩ জুন, ২০১৩

রানা প্লাজা ট্রাজেডি : রেশমা ‘উদ্ধার’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস !!!

রানা প্লাজা ট্রাজেডি : রেশমা ‘উদ্ধার’ নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস !!! 


সাভারের রানা প্লাজা ধসের প্রথম দিনেই বের হয়ে এসেছিলেন আলোচিত গার্মেন্ট কন্যা রেশমা। সামান্য আহত রেশমা এরপর সাভারের একটি হাসপাতালে চিকিত্সাও নেন। আমার দেশকে এসব তথ্য জানিয়েছেন রেশমার সঙ্গে বের হয়ে আসা নিউ ওয়েব স্টাইল গার্মেন্টের লাইনম্যান এবং রেশমার এক ঘনিষ্ঠ সহকর্মী। 

শুক্রবার, ২১ জুন, ২০১৩

আভিধানিক অর্থে দুআ ???

আভিধানিক অর্থে দুআ ??? 




দুআ শব্দের অর্থ আহ্বান, প্রার্থনা। শরীয়তের পরিভাষায় দুআ বলে কল্যাণ ও উপকার লাভের উদ্দেশ্যে এবং ক্ষতি ও অপকার রোধকল্পে মহান আল্লাহকে ডাকা এবং তার নিকট সাহায্য প্রার্থনা করা। দুআ শব্দ পবিত্র কুরআনে বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে। নিম্নে তার কয়েকটি উল্লেখ করা হল।

তবে কি স্বাধীনতা বিক্রি করে স্বাধীনতার দায় শোধ দিতে হবে?দেশ কে ভালবাসি এই যদি হয় আমার অন্যায় তবে আমি অপরাধী

তবে কি স্বাধীনতা বিক্রি করে স্বাধীনতার দায় শোধ দিতে হবে?দেশ কে ভালবাসি এই যদি হয় আমার অন্যায় তবে আমি অপরাধী




আওয়ামীলীগের ভারতের তোষন নীতি কবে থেকে এর মূল খুজতে গেলে আপনাকে একটু পেছনে ফিরে যেতে হবে। ১৯৭১ সালের অক্টোবর মাসে ভারতের সাথে বাংলাদেশের অস্থায়ী সরকারের একটি গোপ্ন চুক্তি হয়। এ ব্যাপারে প্রবাসী বাংলাদেশ সরকারের দিল্লী মিশন প্রধান হুমায়ুন রশীদ চৌধুরী মাসুদুল হক কে একটি সাক্ষাতকার দেন যেটি তার “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে র এবং সি আই এ” বিশদ ভাবে সন্নিবেশিত আছে।

বুধবার, ১৯ জুন, ২০১৩

বালাকোট থেকে মতিঝিল !!!


বালাকোট থেকে মতিঝিল
ওয়ারিস রববানী

সম্ভবত ইতিহাসের একটি ঘুর্ণন বলা যায়। একই রকম ঘটনা ঘুরে ফিরে ঘটে। সুখ-দুঃখ, আনন্দ-বেদনার চরিত্রেও মিল দাঁড়িয়ে যায়। অনেক সময় ঘটে যায় দিন-তারিখেরও মিল। বেদনার ঘটনা, দুঃখের ঘটনায় এরকম মিল ঘটে গেলে মানুষের বুকে শোকের চর জেগে ওঠে। আবেগাকুল মানুষ তখন আগের ঘটনার সঙ্গে পরের ঘটনার আরও অনেক কিছুরই মিল খুঁজে দেখার চেষ্টা করে। অনেক সময় দুটি ঘটনার চরিত্র, ব্যক্তিত্ব ওমানের ক্ষেত্রে সমতা হয়তো থাকে না। কিন্তু উদ্দেশ্যগত মিল এবং দিন-তারিখ ও সংখ্যাতাত্ত্বিক অন্যান্য সাদৃশ্যের কারণে মিল খুঁজে পেয়ে সান্ত্বনা লাভের উপায় বের করারও চেষ্টা করে। সম্প্রতি এরকমই একটি ঘটনা ঘটে গেছে।

রবিবার, ১৬ জুন, ২০১৩

আল্লামা সাঈদী সম্পর্কে টেকেরহাটের পীর এর ধারনা দেখুন.Alama Sayedee Somporke Kamrul Islam Sayed Ansari

Alama Sayedee Somporke Kamrul Islam Sayed Ansari  --
 আল্লামা সাঈদী সম্পর্কে টেকেরহাটের পীর এর ধারনা দেখুন.

ধর্মাপরাধী নাস্তিকরা যদি পুলিশী পাহারায় আন্দোলনের নামে পিকনিক করে ফাঁসির রায় আনতে পারে তাহলে আমরা কেন জীবন দিয়ে ফাঁসির রায় বাতিল করতে পারবো না ??

শুক্রবার, ১৪ জুন, ২০১৩

পশ্চিমের নারী স্বাধীনতার কল্পকাহিনীঃ--------

পশ্চিমের নারী স্বাধীনতার কল্পকাহিনীঃ----------------------



নারী নির্যাতনের সমাধান হিসাবে পশ্চিমা বিশ্ব সমস্ত পৃথিবীব্যাপী ফ্রিডম বা স্বাধীনতার ধ্যানধারণাকে জোরের সাথে প্রচার করলেও, প্রকৃতপক্ষে স্বাধীনতার মিথ্যা শ্লোগানে জীবনের প্রতিটি পদক্ষেপে পশ্চিমের নারীরা হয়েছে এক অভিনব দাসত্বের শিকার। বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা, সুপার হিট হলিউড মুভি, নামী-দামী ফ্যাশন ম্যাগাজিন কিংবা চোখ ধাঁধানো বিজ্ঞাপনের সাহায্যে তারা মুসলিম বিশ্বেও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করছে তাদের মুক্ত-স্বাধীন নারীদের। তাদের ইলেক্ট্রনিক আর প্রিন্ট মিডিয়াতে আধুনিকা নারীদের দেখলে মনে হয় জীবনের সবক্ষেত্রেই তারা প্রচন্ড রকম স্বাধীন। স্বাধীন সমাজে তাদের ভূমিকা নির্ধারণের ক্ষেত্রে, স্বাধীন পোশাক পরিধানের ক্ষেত্রে কিংবা স্বাধীন পুরুষের সাথে সম্পর্ক তৈরীর ক্ষেত্রে। কিন্তু বাস্তবতা হলো, তাদের শরীরের ওজন, প্রতিটি অঙ্গের মাপ, পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে সাজসজ্জা পর্যন্ত সবকিছুই নিয়ন্ত্রিত হয় ফ্যাশন, ডায়েট কিংবা কসমেটিকস ইন্ডাস্ট্রীর দ্বারা। সমাজের নির্দেশ মানতে গিয়ে তারা নিজেকে পরিণত করে সস্তা বিনোদনের পাত্রে। আর, মুক্ত-স্বাধীন হবার জন্য বাধ্যতামূলক ভাবে কাঁধে তুলে নেয় জীবিকা উপার্জনের মতো কঠিন দায়িত্ব।

মুসলিম উম্মাহর কিছু সংখ্যক লোক মূর্তিপূজা করবে: -----------

মুসলিম উম্মাহর কিছু সংখ্যক লোক মূর্তিপূজা করবে:



আল্লাহ তাআলা এরশাদ করেছেন,“আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের কিছু অংশ দেয়া হয়েছে?

তারা ‘জিবত’ [প্রতিমা] এবং ‘তাগুত্কে বিশ্বাস করে এবং কাফেরদেরকে বলে যে, এরা মুসলমানদের তুলনায় অধিকতর

সরল সঠিক পথে রয়েছে”। (নিসাঃ৫১)

Rape of Iraqi Women by US Forces as Weapon of War: Photos and Data Emerge---

Rape of Iraqi Women by US Forces as Weapon of War: Photos and Data Emerge---

Washington, D.C. 03 October (Asiantribune.com): In March 2006 four US soldiers from the 101st Airborne .



Division gang raped a 14 year old Iraqi girl and murdered her and her family —including a 5 year old child. An additional soldier was involved in the cover-up.

আওয়ামী লীগে থাকা ২৩ রাজাকারের তালিকা দিলাম-তাদের বিচার করবে কে???


আওয়ামী লীগে থাকা ২৩ রাজাকারের তালিকা দিলাম-তাদের বিচার করবে কে?

৭১ এর মহান মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান বাহিনীর সহযোগী হিসেবে কাজ করেছে, এমন অভিযোগে বিরোধীজোট বিএনপি ও জামায়াতরে এক ডজন নেতার বিচার করছে

বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের করণীয় ???? মাওলানা আবদুল গাফফার !


বর্তমান প্রেক্ষাপটে মুসলমানের করণীয়

মাওলানা আবদুল গাফফার



বর্তমানে বিশ্বের সর্বত্র মুসলমান জনগণ এক মহাসংকটকাল অতিক্রম করছে। যে সব দেশে মুসলমানগণ সংখ্যালঘু সেসব দেশের কোন কোনটিতে মুসলমান শুধু নিপীড়িত ও নির্যাতিত হচ্ছে শুধু তাই নয় বরং তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে, দেশ হতে বিতাড়িত করা হচ্ছে। তথাকথিত অহিংসবাদীদের হিংসাত্মক ও হিংস্র আক্রমণে মানবতা যখন বিপর্যস্ত তখন বিশ্বমানবতাবাদীদের নিরব ভূমিকা শত প্রশ্নের জন্ম দেয় বৈ কি। শান্তিতে নোবেল বিজেতা যখন নিজ দেশের বর্বরতাকে চোখে দেখতে পান না তখন তার নোবেল জয় বিশ্বের সত্যিকারের শান্তিপ্রিয় মানুষগুলোকে বেদনাহত না করে পারে না।

মঙ্গলবার, ১১ জুন, ২০১৩

প্রসঙ্গ পুরুষ ও নারীর নামায পদ্ধতির ভিন্নতাঃ----নারী পুরুষের নামায পদ্ধতির পার্থক্যের দলিল সম্পর্কে দেখুন : -------------

প্রসঙ্গ পুরুষ ও নারীর নামায পদ্ধতির ভিন্নতাঃ----নারী পুরুষের নামায পদ্ধতির পার্থক্যের দলিল সম্পর্কে দেখুন : -------------




আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 

নারী পুরুষের নামাযের মৌলিক পার্থক্যগুলো হল-----

১- তাকবীরে তাহরিমার সময় মহিলারা কাঁধ পর্যন্ত হাত তুলবে। হাতের কব্জি থাকবে থাকবে বুক বরাবর। আঙ্গুলের মাথা থাকবে কাঁধ বরাবর।


২-মেয়েরা বুকে হাত বাঁধবেন। বাম হাতের পিঠের উপর ডান হাতের পাতা রাখবেন। পুরুষের ন্যায় কব্জি ধরবেন না। এবং গোলাকৃতি বানাবেন না।


সোমবার, ১০ জুন, ২০১৩

মাওলানা মওদূদীকে (রহঃ) এর জীবনি !!!



• ১৯০৩- জন্ম গ্রহণ করেন। জন্মস্থানঃ আওরঙ্গাবাদ (বর্তমানে মহারাষ্ট্রের মধ্যে), হায়দারাবাদ, ভারত।
• ১৯১৮- সাংবাদিক হিসেবে 'বিজনোর' (Bijnore) পত্রিকায় কাজ শুরু করেন।
• ১৯২০- জবলপুরে দৈনিক 'তাজ' পত্রিকার এডিটর হিসেবে নিয়োগ লাভ করেন।
• ১৯২১- দিল্লিতে মাওলানা আব্দুস সালাম নিয়াজির কাছে আরবি শিক্ষা গ্রহণ করেন।

রবিবার, ৯ জুন, ২০১৩

চরমনাই পীরের মুনাফেকির কিছু নমুনা।

চরমনাই পীরের মুনাফেকির কিছু নমুনা।



1. চরমনাই এর মরহুম পীর সাহেব খুব বড় গলা করে বলতেন, ইসলামে রাজনীতি হারাম। খুব ভাল কথা। তাহলে উনি নিজে কেন পরবর্তীতে হারাম রাজনীতি করলেন? শুনুন উনার মুখ থেকেই... (ইসলামী ঐক্য আন্দলনের আমির মুফতি হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে) 'রাজনীতি হারাম ফতোয়া দিয়ে জামাত ঠেকান যাচ্ছিল না। এই ফেতনা দিনে দিনে বেড়েই চলেছে। এই বার (১৯৯১) আমরা নির্বাচন করাই ওদের ভোট কিছুটা হলেও কমেছে!' আমার কিছু বলার নেই। আপনারাই বলেন কতবড় ভণ্ড আর মুনাফিক হলে এভাবে হালাল হারাম ফতোয়া দিতে পারে?

প্রসঙ্গঃ মেয়েদের মাথায় পট্টি(অনেকে বলে হিজাব!) বেঁধে নিতম্বের কাপড় টাইট করে পড়া।


প্রসঙ্গঃ মেয়েদের মাথায় পট্টি(অনেকে বলে হিজাব!) বেঁধে নিতম্বের কাপড় টাইট করে পড়া।







এই বিংশ শতাব্দী'তে এসে ইসলাম কে মানার ক্ষেত্রে নিজের খেয়াল খুশিমত কেটে-ছেটে আধুনিকায়ন করতে করতে মূল ইসলামের শিক্ষা থেকে আমরা দিন দিন সরেযাচ্ছি! আজকে বিশ্বের বিভিন্ন দেশ বিদেশের মুসলিম মেয়েরা এই ক্ষেত্রে তাঁরা শারীয়'ই একটি বিধান হিজাবের নাম করে এটা কে ইসলামী করন করতে চাইছেন! আর এই জন্যে তাঁরা তাঁদের মাথার চুল কেঢাকতে এক টুকরা কাপড় কে বেঁছে নিয়েছেন! প্রশ্ন হল শুধু মাথার চুল ঢাকার নাম-ইকি হিজাব! সালাত আদায়ের জন্য যেমন কিছু শর্ত আছে, তেমন হিজাব পালনের বেলায়ও কিছু শর্ত আছে, যেগুলো পূর্ণ না হলে তাঁকে হিজাব বলা চলে নাহ!

*¤* বোকামীরও একটা সীমা থাকা উচিত !!!!!! ¤*¤ একজন নারী। ঠিক নারী বললে ভুল হবে, সে তো পুরুষের সমান হতে চায়।

*¤* বোকামীরও একটা সীমা থাকা উচিত !!!!!! ¤*¤ একজন নারী। ঠিক নারী বললে ভুল হবে, সে তো পুরুষের সমান হতে চায়।






একজন নারী। ঠিক নারী বললে ভুল হবে, সে তো পুরুষের সমান
হতে চায়। তবে তাকে পুরুষ বললে অসুবিধে কোথায়? চিৎকার
দিয়ে উঠলো – আমরা কেন বাস থেকে নেমে রাস্তার
পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরুষের মতো তলপেটের চাপ নির্গত করতে পারব না? বস্তুত, এটা ছিল তার সমান-সমান অধিকারের শ্লোগান।

কিভাবে নামাজের মাধূর্য আস্বাদন করা যায় ???

কিভাবে নামাজের মাধূর্য আস্বাদন করা যায় ???




কিভাবে নামাজের মাধূর্য আস্বাদন করা যায়? 

সিজদার সময় রসুল (সাঃ) সাত অঙ্গ দিয়ে সিজদা করতেন (নাক সহ কপাল, দুই হাত, দুই হাঁটু, দুই পা এর আঙ্গুল সমূহ) [বুখারী ৭৭৫; ইফা].

বোরকাঃ বন্দীত্বের প্রতীক ???

বোরকাঃ বন্দীত্বের প্রতীক ???




এদেশের সুধী সমাজের কিছু এলার্জি আছে। এই এলার্জির জন্ম মূলত বিদেশে, নিজেদের এই এলার্জি তারা এদেশের মুসলিমদের মধ্যে সংক্রমিত করতে চান। সর্বশেষ ৪ঠা নভেম্বর, প্রথম আলোর জন্মদিনে, সুধী সমাজের জাফর ইকবাল যে এই এলার্জিতে প্রবলভাবে আক্রান্ত তা ধরা পড়েছে।

আমাদের স্বাধীনতাটা ছিনতাই ও গুম হয়ে গেছে ।

আমাদের স্বাধীনতাটা ছিনতাই ও গুম হয়ে গেছে ।


আমি ১ জন মুক্তি যোদ্ধার সন্তান এই লিখাটা আমি আমার বাবাকে পড়ে সুনালাম আমার বাবা কেঁদে দিল এবং আমাকে বলল , আমাদের মত ছেলেরা বেছে আছি কেন ? আমরা কি কিছুই করতে পারিনা দেশের জন্য ?আমার এলাকার ছেলে শহিদ সালাম ১৯৫২ সালে ভাষার জন্য প্রান দিয়েছে , আমার বাবা ১৯৭১ সালে দেশের জন্য জীবন ভাঁজি রেখে যুদ্ধ করেছেন কিন্তু উনি মুক্তি যোদ্ধা ভাতা পাননা কোন দলের গোলামি করেন না বলে ,আমার বর ভাই ১৯৯০ স্বৈরাচার বিরুধি আন্দোলন করে আজও অনেকটাই ক্লান্ত তিনি এখন সাংবাদিক ।

আল্লাহ পুরুষের জন্য ও পর্দার হকুম দিয়েছেন !!!

আল্লাহ পুরুষের জন্য ও পর্দার হকুম দিয়েছেন !!! 



সম্মানিত ভাই ও বোনেরা আসসালামুয়ালাইকুম, 

আমি আজ পর্দা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। কারণ আমাদের সমাজে আমরা নারীদের অধিকার সম্পর্কে ভুলে বসে আছি। ভেবে বসে আছি যে, পর্দা শুধু নারীদের উপর ফরজ। আর নারীদের পর্দা নিয়েই যত মাতামাতি করি আমরা। অথচ পর্দার গুরুত্ব পুরুষদের জন্য অনেক। আসুন কুরআন ও হাদীসের আলোকে এ ব্যাপারে জেনে নেয়া যাক।

মুক্তিযুদ্ধের চেতনা কি ধর্মনিরপেক্ষতা ???

মুক্তিযুদ্ধের চেতনা কি ধর্মনিরপেক্ষতা ???

কিছু নামধারী মুক্তিযোদ্ধা, ঘাদানিক ও আওয়ামীলিগ খুব জোরে সোরেই বলে থাকে মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্মনিরপেক্ষতা। আমার মনে হয় মুক্তিযুদ্ধ সম্পর্কে তাদের কোন ধারণাই নেই। 




একাধিক পাত্রপক্ষের দেখাদেখির পরেও বিয়ে না হওয়া যে কতটা কষ্টের তা কেবল ভুক্তভোগীরা বুঝতে পারেন .

একাধিক পাত্রপক্ষের দেখাদেখির পরেও বিয়ে না হওয়া যে কতটা কষ্টের তা কেবল ভুক্তভোগীরা বুঝতে পারেন .

আমার বিবেচনায় প্রায় শতভাগ সম্ভাবনা ছাড়া পাত্র-পাত্রী দেখানোর আয়োজন না করাই সমীচীন। দেখাদেখির পরে বিয়ে না হওয়া যে কতটা কষ্ট ও যন্ত্রনার বিশেষ করে পাত্রীর জন্য তা ভুক্তভোগীরাই বুঝতে পারেন। আমি এমনও দেখেছি প্রায় ১ যুগ অসংখ্য পাত্রের সামনে ভাইভা দেওয়া পরেও বিয়ের পিড়িতে বসতে না পারার নিষ্ঠুর চিত্র।



শনিবার, ৮ জুন, ২০১৩

রেমিটেন্সের বাহক! পাথরের বালিশে যাদের প্রিয়ার আলিঙ্গন !

রেমিটেন্সের বাহক! পাথরের বালিশে যাদের প্রিয়ার আলিঙ্গন !




১২০ মাইল গতিতে ঘণ্টা দেড়েক গাড়ি চালালেই মরুভূমিটি পাড়ি দেওয়া যায়। এই মরুতে প্রাণের কোন অস্তিত্ব না থাকলেও এটা সেই হিসেবের মধ্যে পড়েনা। সকল মরুভূমিতে মাঝে মধ্যে কাঁটা গাছের ঝোপ-ঝাড় চোখে পড়ে কিন্তু এই মরুভূমিতে গাছের একটি মরা কাঠিও পাওয়া যাবেনা। গরম, শীত এবং বর্ষা কালে এই মরুভূমির আচরণ জলবায়ু ভেদে ভয়ানক আকার ধারণ করে।

সমাজের ছেলে মেয়েদের শরীর-মনের চাওয়া, বিলম্ব বিয়ে এবং চিন্তা-প্রতিবন্ধী অভিভাবকদের কথা !!!

সমাজের ছেলেমেয়েদের শরীর-মনের চাওয়া, বিলম্ব বিয়ে এবং চিন্তা-প্রতিবন্ধী অভিভাবকদের কথা !!!



অসাধারণ ক'টা লাইন, ছোট্ট একটা পোস্ট -- গভীর কিছু জীবনবোধের কথা। পথ চলতে গিয়ে চোখে অনেক কিছু ভেসে ওঠে আমাদের - সবাই একভাবে দেখে না। দেখার দৃষ্টি বদলায় চিন্তার ক্ষমতার কারণে। তার লেখাটা গভীর চিন্তার প্রতিচ্ছবি। কিছু কথা জমলো যা লেখা দরকার...
 যেই সমাজে বিয়ে কঠিন হয়, সেই সমাজে ব্যভিচার সস্তা হয়ে যায়... 





একটি উচ্ছ্বল তরুণী যখন অনেক সাজুগুজু করে একটা ছেলের হাত ধরে রাস্তায় উড়ে উড়ে চলে -- তখন তাকে দেখলে কে কী মনে করেন জানিনা, আমার মনে হত অন্যকিছু। এই মেয়েটা অনেক প্রস্তুতি নিয়েই রাস্তায় বের হয়েছে, সাজুগুজু মেয়েরা অনেক সময় নিয়ে চিন্তা করে। কালার ম্যাচিং, ফিটিং এটা ওটা। এরপর রাতের বেলা একটা ছেলের হাত ধরে পার্কে হাঁটা। হয়ত বাবা-মা তখন ভাবছেন -- মেয়েটা ঢাকায় পড়াশোনা করছে। অন্তত তারা অনেক বড়ো কিছু স্বপ্ন নিয়েই তাদের পাঠান শহরে। ঢাকার মধ্যবিত্ত মেয়েরা রাত ঘরে পথে ঘুরেনা সচরাচর। পরিবারগুলো একদমই বিকিয়ে যায়নি।

জয়নাব আল গাজালী আল জুবাইলী। নারীদের জন্য রাজনেতিক উদাহরণ !!!

জয়নাব আল গাজালী আল জুবাইলী। নারীদের জন্য রাজনেতিক উদাহরণ !!!





জয়নাব আল গাজালী আল জুবাইলী।
বিশ শতকের ইসলামী জাগরণে যারা ভূমিকা রাখেন তাদের মধ্যে একটি অন্যতম নাম। বিশ্বব্যাপী এ জাগরণের সম্ভবত সবচেয়ে বড় ঢেউটি তুলতে সক্ষম হন হাসান আল বান্না। আর জয়নাব হাসান আল বান্নার নিজের হাতেই তৈরি। আর তাই তিনি ছিলেন আল বান্নার মতই নির্ভীক, মৃত্যুকে হাসি মুখে বরণ করে নিতে প্রস্তুত। স্বৈর শাসকের রক্তচক্ষু, নিষ্ঠুর নির্যাতন অথবা অর্থ-ক্ষমতার লোভ কোন কিছুই তাকে তার পথ থেকে বিচ্যুত করতে পারেনি। অল্প বয়সে তিনি যে আদর্শের পথে পা বাড়িয়েছেন মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন তার উপর পর্বতের মতই অবিচল। তার বক্তৃতা চুম্বকের মত মানুষকে আকৃষ্ট করত এবং তিনি হাজার হাজার মানুষকে বক্তৃতা দ্বারা প্রভাবিত করতে পারতেন। এমনকি জেলে চরম নির্যাতনের মুখে তার ক্ষুরধার সত্যভাষণে অত্যাচারীরা হতভম্ব হয়ে যেত, কখনও তারা হত ক্রোধে উন্মাতাল। শুধু সুবক্তাই নয়, তিনি ছিলেন সুপন্ডিত লেখিকা, একজন যোগ্য সংগঠক ও সমাজসেবীও বটে।

"আমরা ধর্ষণ চাই না, কিন্তু ধর্ষক বানাই"

"আমরা ধর্ষণ চাই না, কিন্তু ধর্ষক বানাই"

 আগেই বলে দিচ্ছি এই লিখাতে কিছুটা ত্রুটি পুণ্য লিখা আছে তার পরেও শিক্ষা নেয়ার জন্য লিখাটা পোস্ট করতে বাদ্য হলাম । লিখাটা সংগ্রহ করেছি আমি )



"আমরা ধর্ষণ চাই না, কিন্তু ধর্ষক বানাই"

কাফিরদের সঙ্গে মিত্রতার বন্ধন প্রমাণ করে এমন ২০টি নিদর্শন !!!

কাফিরদের সঙ্গে মিত্রতার বন্ধন প্রমাণ করে এমন ২০টি নিদর্শন !!!




১.কাফিরদের উপর সন্তুষ্ট থাকা  
কাফিরদের সঙ্গে মিত্রতার প্রথম ধরণটি হল কাফিরদের উপর সন্তুষ্ট থাকা বা তাদের কুফরি কর্মে রাজি-খুশিথাকা_এমনকি তাদের স্বীকৃত কুফরি কর্মকে প্রত্যাখানের ব্যাপারে দ্বিধাগ্রস্ত হওয়া বা সন্দেহ পোষণ করাও এর অন্তর্ভুক্ত৷সহজ কথায়, কাফিরদের কুফরি কর্মকান্ডের যে কোন বিষয়ের স্বীকৃতি-ই কুফরি হিসেবে গণ্য হবে৷

নিকাব / হিজাব সম্বন্ধে ইসলামিক স্কলারদের অভিমত !!!


নিকাব / হিজাব সম্বন্ধে ইসলামিক স্কলারদের অভিমত !!!




গত কয়েকদিন যাবত নিকাব প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়,নিকাব কি পরতেই হবে নাকি পরা যাবে না?এসব ব্যাপারে ব্লগজগতে ব্যাপক আলোচনা পর্যালোচনা চলছে। আমি ইচ্ছা করেই সেখানে কোন কমেন্ট করিনি।কিন্তু,পরবর্তীতে ব্যাপারটা নিয়ে ইসলামিক স্কলারদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটা লেখা লিখতে ইচ্ছে হল।এতে অন্ততঃ আমারও কিছুটা উপকার হবে এবং অনলাইন জগতে বাংলাভাষী ভাইবোনদের জন্য একটা রেফারেন্স হিসেবে অবশিষ্ট্য থাকবে বলে মনে করেই লিখতে শুরু করলাম। 

✣✣ পৃথিবী ঘুরছে ও আল-কুরআন – ✣✣

✣✣ পৃথিবী ঘুরছে ও আল-কুরআন – ✣✣




পৃথিবী ঘুরছে কথাটি এখন আধুনিক বিজ্ঞানের যুগে বদ্ধ মূলে রূপান্তরিত হয়েছে। উপগ্রহের মাধ্যমে স্পষ্টভাবে তা অবলোকন করছে, যাতে আলোচনা বা দ্বন্দ্বের অবকাশ রাখে না। রকেটের মাধ্যমে সৌরজগৎ পরিভ্রমণ কারীগণ যেভাবে দেখেছেন, ফট উঠিয়েছেন, তা কোন জ্ঞানীর পক্ষে অস্বীকার করার মত নয়।

রসিকতার ইসলামী সীমারেখা !!!

রসিকতার ইসলামী সীমারেখা !!!



আসসালামুয়ালাইকুম ,
এখানে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলেছি যে বিষয়টি নিয়ে অনেকেই হয়তো ততোটা ভাবেন না। বিষয়টি হলো রসিকতা। রসিকতা যে খারাপ জিনিস তা কিন্তু নয়, কেননা টেনশন, হতাশা, বিষাদগ্রস্ততা দূর করার জন্যে হাঁসি-রসিকতা একটি ভালো উপাদান। মানসিক প্রফুল্লতার জন্যেও হাস্যরসের যথেষ্ট উপযোগিতা রয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো রসিকতার সীমা মেনে চলা। সীমা লঙ্ঘন হয়ে গেলে অনেকের মনেই আঘাত লাগতে পারে। তাই সীমারেখাটি আগে জানতে হবে এবং পরে তা মানতে হবে।

●।● মুসলমানের মানবাধিকার থাকতে নেই ●।●লেখকঃ মাহমুদুর রহমান●►

●।● মুসলমানের মানবাধিকার থাকতে নেই●।●লেখকঃ মাহমুদুর রহমান●►






বাড়ির পাশে মিয়ানমারে গত পঞ্চাশ বছর ধরে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান (Ethnic Cleansing) চলছে। দেশটিতে সামরিক জান্তা এবং শান্তিতে নোবেল জয়ী, গণতন্ত্রের জন্য সংগ্রামরত অং সাং সুচি’র মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধ থাকলেও মুসলমান নিধনে তারা একাট্টা। মহামতি গৌতম বুদ্ধের মহান বাণী ‘প্রাণী হত্যা মহাপাপ’ এবং ‘জগতের সকল প্রাণী সুখী হোক’ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাইরেও বিশ্বের তাবত্ শান্তিবাদীদের আবেগাপ্লুত করে থাকে।

জ্যোতিষশাস্ত্র চর্চা শুধু হারামই নয় একজন জ্যোতিষ বিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যদ্বাণী শোনা, হারাম !

জ্যোতিষশাস্ত্র চর্চা শুধু হারামই নয় একজন জ্যোতিষ বিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যদ্বাণী শোনা, হারাম !




আগেও উল্লেখ করা হয়েছে যে জ্যোতিষশাস্ত্র চর্চা শুধু হারামই নয় একজন জ্যোতিষবিদের কাছে যাওয়া এবং তার ভবিষ্যদ্বাণী শোনা, জ্যোতিষশাস্ত্রের উপর বই কেনা অথাব একজনের কোষ্ঠী যাচাই নিষেধ। যেহেতু জ্যোতিষশাস্ত্র প্রধানত ভবিষ্যদ্বাণী করার জন্য ব্যবহৃত হয়, যারা এই বিদ্যা চর্চা করে তাদের জ্যোতিষী বা গণক বলে গণ্য করা হয়। ফলস্বরূপ, যে তার রাশিচক্র খোঁজে সে রাসূল (সা) প্রদত্ত বিবৃতির রায়ের অধীনে পড়েঃ

ধর্ষক, ধর্ষণ, ধর্ষিতা! সুখে থাক আধুনিকতার ঘুম পাড়ানী গান... সুখে থাক সান্ত্বনার মানবতা!!

ধর্ষক, ধর্ষণ, ধর্ষিতা! সুখে থাক আধুনিকতার ঘুম পাড়ানী গান... সুখে থাক সান্ত্বনার মানবতা!!


বিসমিল্লাহির রাহমানির রাহিম

                                     দৃশ্যপট ১

অমুক তরুণী ধর্ষিত!
প্রগতিশীল আধুনিকমনাঃ ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তি চাই!
ইসলামঃ ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড!
প্রগতিশীল আধুনিকমনাঃ বলে কি! মৃত্যুদণ্ড?? কল্লাকাটা? ইসলাম একটা বর্বর ধর্ম!
মানবতাঃ আজ মানবতার ঘোর অমানিশা!

জিহ্বার কার্যকারিতা !!!

জিহ্বার কার্যকারিতা !!!


জিহ্বা মহান আল্লাহর বিচিত্র সৃষ্টি রহস্যের অন্যতম একটি। সাধারণত জিহ্বাকে আমরা এক টুকরো গোশত মনে করি, কিন্তু জিহ্বা হাড়বিহীন এক টুকরো গোশত হলেও এর রয়েছে অদম্য শক্তি। জিহ্বার শক্তি যে শুধু বর্তমানের উপর রয়েছে তা নয়, বরং জিহ্বা বর্তমান, ভবিষ্যত ও অতীতে সমানভাবে শক্তি প্রয়োগ করতে পারে। বর্তমানে যা হচ্ছে, অতীতে যা হয়ে গেছে এবং ভবিষ্যতে যা হবে, সব সমানভাবে উচ্চারণ করতে পারে জিহ্বা।

আল্লাহ আমাদের বিপদে কেনো ফেলেন ???

আল্লাহ আমাদের বিপদে কেনো ফেলেন ???



ঈমানের ছয় নাম্বার রোকন হলো “ওয়াল ক্বাদরি খাইরিহি ওয়া শাররিহি” – অর্থাৎ আমাদের জীবনে ভালো-মন্দ যাই ঘটুকনা কেনো তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। 

মানুষ ঈমানদার হোক আর কাফের হোক, নেককার হোক আর পাপী হোক, সবার জীবনে বিপদ-আপদ আসে। কিন্তু প্রশ্ন হলো, যদিও আমরা অপছন্দ করি, তারপরেও কেনো আমাদের জীবনে এইরকম বিপদ-আপদ আসে বা আল্লাহ কেনো আমাদের পরীক্ষায় ফেলেন?

পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভুল-ভ্রান্তি !!!


পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভুল-ভ্রান্তি !!!



পোশাক পরিচ্ছদ সংক্রান্ত ভুল-ভ্রান্তি :-----------

ইসলাম একটি পূর্ণাঙ্গ আদর্শ। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিক-নির্দেশনা রয়েছে। পোশাক-পরিচ্ছদের বিষয়েও ইসলামের মৌলিক দিক নির্দেশনা রয়েছে। এ সম্পর্কে সমাজে যেসব ভুলভ্রান্তি ও শিথিলতা লক্ষ করা যায় তার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় এই :

মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী !!!

মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী !!!


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
মুসলমানদের ১৫ টি প্রশংসনীয় চারিত্রিক গুণাবলী !!!
ইসলামী শরীয়ত হচ্ছে একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি যা সকল দিক থেকে সার্বিকভাবে মুসলমানের ব্যক্তিগত জীবনকে গঠন করার ব্যাপারে অত্যন্ত গুরুত্বারোপ করেছে এসব দিকের মধ্যে গুনাবলি শিষ্টাচার ও চরিত্রের দিকটি অন্যতম। ইসলাম এদিকে অত্যন্ত গুরুত্বারোপ করেছে। তাইতো আকীদা ও আখলাকের মাঝে সম্পর্ক স্থাপন করে দিয়েছে,

কিছু বোরকা পরা বোনের খারাপ আচরনের জন্য বোরকাকে দায়ী করা যাবে না !!!

কিছু বোরকা পরা বোনের খারাপ আচরনের জন্য বোরকাকে দায়ী করা যাবে না !!!




কিছু বোরকা পরা বোনের খারাপ আচরনের জন্য বোরকাকে দায়ী করা যাবে না !!! 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

আফিয়া ফাতেমাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা আর তোদের জন্য লজ্জা.....

আফিয়া ফাতেমাদের জন্য ভালোবাসা, শ্রদ্ধা আর তোদের জন্য লজ্জা.....


(নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের লেখা.. বহুদিন মনের মধ্যে এ কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল কিন্তু লিখতে পারিনি, আজ সেই ভাইয়ের লেখায় সে কথাগুলোই স্পষ্ট ভঙ্গিমায় ফুটে উঠেছে, আলহামদুলিল্লাহ! সব নারীকে বার বার করে এ লেখাটা পড়ার আহ্বান করছি.. সকলের কাছে আমার নিজস্ব একটি ছোট্ট অনুরোধ.. নোটটি পড়ার পড়ে আপনার মন্তব্য জানান এবং ছড়িয়ে দিন..)

বিপ্লব চাই !!!

বিপ্লব চাই !!!


১. চিন্তার বিপ্লবঃ
  স্রষ্টা সর্বশেষ বার্তা মারফত সর্বশেষ বার্তাবাহককে নির্দেশ দিয়েছেন সকল ধর্মের মানুষকে আহবান জানাতেঃ “আসুন ঐ কথার দিকে, যাতে মিল আছে আমাদের পরস্পরে, আমরা সবাই এক স্রষ্টার সৃষ্টি, উপাসনা করব না তিনি ছাড়া অন্য কারো, তার সাথে অংশিদার করব না অন্য কাউকেই এবং আমরা একে অন্যের উপর প্রভুত্ব করব না বা করতে দেব না।” চিন্তা বিপ্লব হল, বলা ও লিখার মাধ্যমে কোন বিষয়ে জনমত সৃষ্টি করা, যা প্রত্যেক সংস্কারক করেছেন, যা বর্তমানে যুক্তি ও প্রযুক্তির মাধ্যমে করে ডাক্টার জাকির আব্দুল করিম নায়েক (জন্ম ১৮/১০/১৯৬৫, মুম্বাই, ভারত) ধর্মীয় ভ্রাতৃত্ব স্থাপনে বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করেন। যার প্রচাম মাধ্যম পিস্ টিভি, যাকে দেখা যায় ইসলামিক টিভিতেও। 

অমুসলিম সংখ্যালঘুদের প্রতি ইসলামের উদারতা .....

অমুসলিম সংখ্যালঘুদের প্রতি ইসলামের উদারতা  !!!


শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু । 

একটি মুসলিম দেশে ইসলাম মুসলিমকে শুধু অমুসলিমদের সঙ্গে শান্তিতে বসবাস করতেই বলে না, রাষ্ট্রে তাদের সার্বিক নিরাপত্তা এবং সুখ-সমৃদ্ধিও নিশ্চিত করে। পবিত্র কুরআন ও সুন্নাহয় একাধিক স্থানে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার তুলে ধরা হয়েছে। অমুসলিমরা নিজ নিজ উপাসনালয়ে উপাসনা করবেন। নিজ ধর্মবিশ্বাস ও ধর্মালয়কে সুরক্ষিত রাখবেন। রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা সমান। তাদের প্রতি কোনো প্রকার বৈষম্য ইসলাম বরদাশত করে না। যেসব অমুসলিমের সঙ্গে কোনো সংঘাত নেই, যারা শান্তিপূর্ণভাবে মুসলিমদের সঙ্গে বসবাস করেন তাদের প্রতি বৈষম্য দেখানো নয়; ইনসাফ করতে বলা হয়েছে।

একজন মুসলিম বোনের প্রশ্ন এবং তার উত্তর!! আমার মুসলিম ভাই বোনদের ভেবে দেখার অনুরোধ রইল ...

একজন মুসলিম বোনের প্রশ্ন এবং তার উত্তর!! আমার মুসলিম ভাই বোনদের ভেবে দেখার অনুরোধ রইল ...

হঠাৎ করে কয়েকটা পেজের এডমিন হয়ে গেছি। যখন পেজগুলোতে ঢুকি মেসেজগুলো দেখে খুবই interesting লাগে। কইদিন আগে মেসেজে এক মেয়ে একটা প্রশ্ন করেছে। আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই আছে যারা ইসলাম নিয়ে খুব একটা জানেনা! তাই আমি প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করেছি আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে!!

প্রশ্নঃ আমার একটি প্রশ্ন আছে --ইসলাম এ তো প্রতিটি মানুষ এর জোড়া আল্লাহ আগে থেকে বানিয়েছে ....আয়াতটা কি সত্যি ???? তাহলে যে আজকাল অনেক ধার্মিক ছেলে মেয়ে ও প্রেম এর সম্পর্কে আছে ।। তাহলে কি আয়াতটা ভুল।??? আমি যদি আল্লাহ র কাছে আমার ভালবাসার মানুস এর জন্য দুয়া করি তাহলে।।??? আমি কি ভাবে আল্লাহ র কাছে দুয়া করব।।??? এই সম্পর্কে ইসলাম কি বলে।।??? প্রেম ভালবাসা কি খারাপ।।??? প্লিজ আমাকে জানাবেন।

যুবকদের প্রতি ৭৫টি নসীহত !!!

যুবকদের প্রতি ৭৫টি নসীহত !!!



সকল প্রশংসা সেই আল্লাহ তায়ালার জন্য যিনি বলেন: “তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেয়া হয়েছিল তাদেরকে আমি নসীহত করেছি এবং তোমাদেরকেও নসীহত করছি যে, তোমরা আল্লাহকে ভয় কর।” (সূরা নিসা-১৩১) দরুদ ও সালাম বর্ষিত হোক তাঁর ও রাসূল মুহাম্মদের উপর। যিনি বলেন: আমি তোমাদেরকে নসীহত করছি আল্লাহ ভীতির জন্য, ধর্মীয় নেতার কথা শোনা ও তাঁর আনুগত্য করার জন্য। আল্লাহ ভীতি হলো তাঁর আদেশ মান্য করা নিষেধ থেকে দূরে থাকা। তাকওয়াই হলো দুনিয়া ও আখিরাতে সৌভাগ্যের চাবিকাঠি।

পাকিস্তান যা পারেনি অস্ত্র দিয়ে, ভারত তা করছে সংস্কৃতি দিয়ে ----------

পাকিস্তান যা পারেনি অস্ত্র দিয়ে, ভারত তা করছে সংস্কৃতি দিয়ে ----------



১৯৪৭ সালে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে জন্ম নেয়া তথাকথিত  ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান দুইটি পৃথক ভূ-খন্ডের মাধ্যমে ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নামক এই দু’টি ভূ-খন্ডের মধ্যে রয়েছে  বিস্তর ফরাক। একটি থেকে আরেকটির দূরত্ব কয়েক হাজার মাইলের।

শুক্রবার, ৭ জুন, ২০১৩

নারী নির্যাতনের মহোৎসব : মহাজোটের ৪ বছর!এই জন্যই কি মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল ?


নারী নির্যাতনের মহোৎসব : মহাজোটের ৪ বছর!এই জন্যই কি মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছিল ?  

-যুলকারনাইন নাসিফ“মায়ের একধার দুধের দাম/কাটিয়া গায়ের চাম/পাপোষ বানাইয়া দিলেও শোধ হবে না”

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf