রবিবার, ৯ জুন, ২০১৩

একাধিক পাত্রপক্ষের দেখাদেখির পরেও বিয়ে না হওয়া যে কতটা কষ্টের তা কেবল ভুক্তভোগীরা বুঝতে পারেন .

একাধিক পাত্রপক্ষের দেখাদেখির পরেও বিয়ে না হওয়া যে কতটা কষ্টের তা কেবল ভুক্তভোগীরা বুঝতে পারেন .

আমার বিবেচনায় প্রায় শতভাগ সম্ভাবনা ছাড়া পাত্র-পাত্রী দেখানোর আয়োজন না করাই সমীচীন। দেখাদেখির পরে বিয়ে না হওয়া যে কতটা কষ্ট ও যন্ত্রনার বিশেষ করে পাত্রীর জন্য তা ভুক্তভোগীরাই বুঝতে পারেন। আমি এমনও দেখেছি প্রায় ১ যুগ অসংখ্য পাত্রের সামনে ভাইভা দেওয়া পরেও বিয়ের পিড়িতে বসতে না পারার নিষ্ঠুর চিত্র।





প্রচলিত পন্থায় পাত্রী দেখার নামে যেভাবে উচ্চশিক্ষিতা মেয়েদের ক্ষেত্রেও ভাইভা নেয়া কিংবা নাজেহাল করা হয়- তা অত্যন্ত অশোভনীয়।

তবে দীর্ঘ একটি সিদ্ধান্ত নেয়ার বিষয় হওয়ার কারনে ইসলামের বিধান হলো শরিয়তের সীমার মধ্যে থেকে বিভিন্ন উপায়ে পাত্র-পাত্রীর স্বাক্ষাতের পূর্বেই বিস্তারিত জানা। যাতে করে কোন মেয়েকে বারবার ভিন্ন ভিন্ন পাত্রের সামনে হাজির হতে না হয়। এটা অত্যন্ত কষ্টকর। তার মানে কোন কোন পাত্রী দেখার অর্থই হলো প্রায় শতভাগ বিয়ের সম্ভাবনা। এক্ষেত্রে ইসলামের শাশ্বত বিধানের পরিপূর্ণ অনুসরন করলে কোন সমস্যাই থাকত না।

ইনশাআল্লাহ , আমাদের দু'জনেরই কোন ডট বল থাকতে দেবনা ! উভয়ের ক্ষেত্রেই প্রথম বলে ছক্কা মারতে চাই !!!!!!!!
সবার ভাগ্যটাই যদি এরকম হতো! তাহলে সঙ্গিনীটাকে মাহাররম ছাড়া আর কোন পরপুরুষের সামনে নিকাব খোলার বিড়ম্বনা পোহাতে হতো না। 


 সভ্য সমাজ বিনির্মানে বিবাহ প্রথাই হচ্ছে মূল ভিত্তি। বিয়ে তথা পরিবার প্রথার বিলোপ সমাজকে পাশ্চাত্যের বর্বর ব্যবস্থার দিকে নিয়ে যেতে বাধ্য। পাশ্চাত্যের বর্বর সভ্যতার অনুকরনে বিকৃত ও অশোভন কর্মকান্ডকে মেনে নেওয়ার নাম হচ্ছে উদারতা নয়।

অবিবাহিত ব্যাচেলর বন্ধুদের বিয়ের ক্ষেত্রে বিশেষ পরামর্শ : বিয়ের ঠকা সারা জীবনের জন্য ঠকা, আর বিয়ের জেতা মানেও সারা জীবনের জন্য জেতা। 


 -গুণের ঝলককে প্রাধান্য দিন ( রুপের ঝলক বেশি দিন থাকে না তথা সবাই একদিন দাদা-দাদির মত হবে, কিন্তু গুণের ঝলক চিরস্থায়ী)।


এক মুহুর্তে চলে যাওয়া এক মুহুর্তে ফেরা
এক মুহুর্তে নীরব ঠিকি পরক্ষনেই জেরা
এক মুহুর্তে ঘুমাও তুমি এক মুহুর্তে জাগো
এক মুহুর্তে শান্ত তুমি এক মুহুর্তে রাগো
এক মুহুর্তে দূরে সরাও আবার কাছে ডাকো

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো..

এক মুহুর্তে জলে ভাসো এক মুহুর্তে ক্ষরা
এক মুহুর্তে উদার তুমি পরক্ষনেই করা
এক মুহুর্তে অবুঝ তুমি এক মুহুর্তে বোঝো
এক মুহুর্তে হারাতে মন এক মুহুর্তে খোজো
এক মুহুর্তে ফিরিয়ে দাও আবার সাথে রাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো..

আকাশ যেমন দিনে রাতে রোদ আর মেঘে রঙ বদলায়
তেমনি তোমার মনের খবর কাছ থেকেও পাওয়া না যায়
এক মুহুর্তে মন ভালো নেই আবার দেখি ভালো
এক মুহুর্তে আনন্দ দাও আবার ব্যথা ঢালো..

এক মুহুর্তে ভালোলাগা এক মুহুর্তে মন্দ
এক মুহুর্তে সরল সবি আবার দ্বিধা-দ্বন্দ্ব
এক মুহুর্তে স্বপ্ন দেখাও এক মুহুর্তে ভাঙ্গো
এক মুহুর্তে সাদাকালো পরক্ষনেই রাঙ্গো
এক মুহুর্তে উড়িয়ে দাও আবার কাছে ডাকো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো..

তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো
তোমার এমন এক মুহুর্ত হাজার থেকে লাখো..

কোন মন্তব্য নেই:

Comment here />

Widget ByBlogger Maruf
Widget ByBlogger Maruf