হিন্দু মেয়েরা টিপ পড়লে আমাদের সমাজে বাহবা পায়। আহারে মেয়েটা হিন্দুদের ঐতিহ্য লালন করছে! হিন্দু ছেলেরা ধুতি পড়লে সেটাও হিন্দুদের ঐতিহ্যের লালন। কিন্তু মুসলমান মেয়েরা হিজাব পড়লে বা বোরখা ব্যবহার করলেই ঘ্যাচাং ! নারীবাদীদের চিৎকার, এই মেয়েগুলা সাম্প্রদায়িক!
মুসলমান ছেলেরা দাঁড়ি রাখলে বা টুপি ব্যাবহার করলে আজকাল সরাসরি রাজাকারের খাতায় নাম। সুশীলদের হাহাকার, দেশটা জঙ্গিতে ভরে গেছে! আসলে প্রবলেম ধর্ম নিয়ে না প্রবলেম হচ্ছে চেতনার। কোন ধর্মই মন্দ কাজকে সমর্থন দেয়না। কিন্তু ইসলাম যে কেবল ধর্ম নয়, এটা জীবন বিধান। ইসলামের চেতনা আর বর্তমান সুশীল (!) ও নারীবাদী সমাজের চেতনা পরস্পর বিপরীতমুখী ।
কোন মন্তব্য নেই:
/>